প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৩, ৭:৩১ পি.এম
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী বাসচাপায় নিহত!

কুমিল্লা-সিলেট মহাসড়কে বাসচাপায় চাঁদনী আক্তার (৩০) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
চাঁদনী ৪ বছরের ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য অটোরিকশায় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি জেনারেল হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা ৪ বছরের ছেলে গুরুত্বর আহত হয়। সোমবার দুপরে লাশ ময়নাতদন্তের পর ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত চাঁদনী বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার সমেষপুর গ্রামের সাহেব আলীর মেয়ে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
সাম্প্রতিক বাংলা /ডট
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.