
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিজতরা হলেন,মাঝবাড়ি ইউনিয়নের কাজী পাড়া এলাকার বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা ( ৪) ও ইকরামের ছেলে হাসান ( ৯ ) ।
শুক্রবার (২০ জানুয়ারী) সকালে মাঝবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহুর্তে মাঝবাড়ি ইউনিয়নের ৩ নং ওযার্ডে ইকরামের বাড়ীতে ৪টি শিশু বাচ্চা রান্না ঘরে আগুন নিয়ে খেলা করছিলো। এসময় খরের গাদায় আগুন লাগলে দুই শিশু রান্না ঘর থেকে বের হয়ে ভয়ে ঘরের বাহির থেকে ছিটকিনি আটকিয়ে দেয়।
পররর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে একটি শিশু ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেক শিশু ঢাকায় নেওয়ার পরে মারা যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্খল পরিদর্শন করেছে।
সাম্প্রতিক /বাংলা /ডট
প্রতিনিধি, রাজবাড়ী 









