
গত বুধবার (১৮ জানুয়ারি) নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৬ টায় ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ সত্তার লিটনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।
অনুষ্ঠানে বক্তারা ২০২৩ সালের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা এবং নৌকা মার্কাকে বিজয়ী করার জন্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ গণ মানুষের দল, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল স্তরে কমিটি গঠন করে তৃণমুল পর্যায় থেকে কাজ করতে হবে। বর্শীয়ানদের কাছ থেকে অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা নিয়ে তরুণ ও নতুন প্রজন্মকে কাজ করতে হবে।
খুলনা সিটি কর্পোরপশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেন, সামনে নির্বাচনকে ঘিরে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দলের জন্যে সক্রিয় কর্মী তৈরি করতে হবে। সকল অঙ্গ-সহযোগী নেতা কর্মীদের সমন্বয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। এছাড়া মেয়র হিসেবে নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মাননীয় মেয়র কেসিসি, খুলনা ও সভাপতি, খুলনা মহানগর আওয়ামী লীগ; এম ডি বাবুল রানা, সাধারণ সম্পাদক খুলনা মহানগর আওয়ামী লীগ।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি খুলনা মহানগর আওয়ামী লীগ; মোহাম্মদ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগ; আলহাজ্ব মুন্সি মোঃ মাহবুবুল আলম সোহাগ, দপ্তর সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগ; ফারুক হোসেন হিটলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগ; আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক,খুলনা মহানগর আওয়ামী লীগ; মুন্সি আবদুল ওয়াদুদ, কাউন্সিলর ১১ নম্বর ওয়ার্ড, কেসিসি খুলনা ও সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগ।
আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব একেএম সানাউল্লাহ নান্নু, সভাপতি – খালিশপুর থানা আওয়ামী লীগ; আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার, সাধারণ সম্পাদক – খালিশপুর থানা আওয়ামী লীগ; আব্দুল মজিদ বকুল, সাংগঠনিক সম্পাদক – খালিশপুর থানা আওয়ামী লীগ; সমির দত্ত, দপ্তর সম্পাদক – খালিশপুর থানা আওয়ামী লীগ; ০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার সহ আরো উপস্থিত ছিলেন ০৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা।
সাম্প্রতিক /বাংলা /ডট
প্রতিনিধি, খুলনা 









