সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কর ফাঁকি, বিপাকে ঐশ্বরিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে। এবার সেই অভিযোগ উঠলো ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে।

এ বিষয়ে মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীকে। যেখানে উল্লেখ করা হয়েছে, নোটিশ গ্রহণের পরবর্তী দশ দিনের মধ্যে বাকি কর পরিশোধ না করলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গেছে, মহারাষ্ট্রের থানগাঁও এলাকার কাছে আদবাড়ির পার্বত্য অঞ্চলে এক হেক্টর জমি রয়েছে ঐশ্বরিয়ার। ওই জমির জন্য বার্ষিক ২২ হাজার রুপি কর দিতে হয় তাকে। কিন্তু গত বছর ওই জমির কোনো কর দেননি তিনি। কর পরিশোধের জন্য প্রশাসন একাধিকবার তাকে সুযোগ দিয়েছে। তবু কর পরিশোধ করেননি অভিনেত্রী। আর এ কারণে আয়কর বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

ঐশ্বরিয়া রাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। ২০২৩ সালে এ সম্পত্তির পরিমাণ অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা। কারণ ‘পোন্নিইন সেলভান’ সিনেমা থেকে ১০ কোটি রুপি আয় করেছেন তিনি। এছাড়াও সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে, ফলে মুনাফার অংশও পেয়েছেন এই বিশ্ব সুন্দরী।

সূত্র: ডিএনএ

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

কর ফাঁকি, বিপাকে ঐশ্বরিয়া

প্রকাশের সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

কিছুদিন আগেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে। এবার সেই অভিযোগ উঠলো ঐশ্বরিয়া রাই বচ্চনের বিরুদ্ধে।

এ বিষয়ে মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীকে। যেখানে উল্লেখ করা হয়েছে, নোটিশ গ্রহণের পরবর্তী দশ দিনের মধ্যে বাকি কর পরিশোধ না করলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা গেছে, মহারাষ্ট্রের থানগাঁও এলাকার কাছে আদবাড়ির পার্বত্য অঞ্চলে এক হেক্টর জমি রয়েছে ঐশ্বরিয়ার। ওই জমির জন্য বার্ষিক ২২ হাজার রুপি কর দিতে হয় তাকে। কিন্তু গত বছর ওই জমির কোনো কর দেননি তিনি। কর পরিশোধের জন্য প্রশাসন একাধিকবার তাকে সুযোগ দিয়েছে। তবু কর পরিশোধ করেননি অভিনেত্রী। আর এ কারণে আয়কর বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

ঐশ্বরিয়া রাইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি। ২০২৩ সালে এ সম্পত্তির পরিমাণ অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা। কারণ ‘পোন্নিইন সেলভান’ সিনেমা থেকে ১০ কোটি রুপি আয় করেছেন তিনি। এছাড়াও সিনেমাটি বেশ ভালো ব্যবসা করেছে, ফলে মুনাফার অংশও পেয়েছেন এই বিশ্ব সুন্দরী।

সূত্র: ডিএনএ