
দুদকের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান ফেঁসে গেছেন। এরই মধ্যে তার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুধু তাই নয়, একই সঙ্গে তাকে ৮৪ লাখ ৮০ হাজার ২৫১ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই অভিযোগে মনিরুলের স্ত্রী শাহনাজ ইসলাম খালাস পেয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ আল মো. আসিফুজ্জামান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিক-উল-ইসলাম।
জানা যায়, দুদক মনিরুল ইসলাম খানকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিলে ২০১৭ সালের ১৩ এপ্রিল নিজের ও স্ত্রীর নামে থাকা সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। এ বিবরণীতে মনিরুল ইসলাম খান ও তার স্ত্রী শাহনাজ ইসলাম ১ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের নজরে আসে।
২০১৯ সালের ৩ জানুয়ারি দুদকের সাবেক সহকারী পরিচালক ফারুক আহমেদ রমনা থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। ২০২০ সালের ২ মার্চ মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. আবুল হোসেন।
সূত্র - আর টিভি অনলাইন