
নগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ জানুয়ারি। সম্মেলনকে ঘিরে নগরীতে উৎসবের আমেজ। নগর ও জেলা যুবলীগের সম্মেলনে যারা নেতৃত্বে যেতে চান তাদেরকে কেন্দ্রে দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দ্বিতীয় ধাপে ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত জীবন বৃত্তান্ত গ্রহণ করা হবে। ২০২২ সালে জানুয়ারি মাসে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তাদের জমা দেয়ার প্রয়োজন নেই। ইতোমধ্যে সম্মেলন সফলের লক্ষ্যে গঠিত হয়েছে আট উপ-কমিটি। সম্মেলনকে ঘিরে পোস্টার, প্যানা ও ফেস্টুনে ছেয়ে যাচ্ছে গোটা নগরী। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হাসিনার ছবি সম্বলিত তোরণ। শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী হাসিনার ছবি সম্মলিত নির্মিত গেট।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৫ মে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। জেলার সম্মেলনে মোঃ কামরুজ্জামান জামাল সভাপতি ও আক্তারুজ্জামান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মধ্যে যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হয়েছেন। আক্তারুজ্জামান বাবু খুলনা-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য পদে আছেন। খুলনা জেলার নয়টি উপজেলা ও ৬৮টি ইউনিয়ন কমিটির মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছে।
অপর দিকে, মহানগর যুবলীগের সম্মেলনে এড. সরদার আনিসুর রহমান পপলু সভাপতি এবং সাধারণ সম্পাদক হন আলী আকবর টিপু। ২০০৮ সালের ৬ জানুয়ারি ওই কমিটি ভেঙে দিয়ে আনিসুর রহমান পপলুকে আহবায়ক, মনিরুজ্জামান সাগর ও হাফেজ মোঃ শামীমকে যুগ্ম-আহবায়ক করে মহানগর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়।
২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশকে আহবায়ক এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেনকে যুগ্ম-আহবায়ক করে যুবলীগের ২৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি করা হয়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।
২০২২ সালে জানুয়ারি মাসে কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়। সর্বশেষ ২০২১ সালের ১ এপ্রিল বিশেষ সাধারণ সভায় ২০২২ সালের ২২ জানুয়ারি সম্মেলনের ঘোষণা করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ভালো না থাকায় সম্মেলনের তারিখ স্থগিত ঘোষণা করা হয়। জেলায় সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ১৭ জন জীবন বৃত্তান্ত জমা দেন।
আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে মহানগর যুবলীগের শীর্ষ দু’টি পদে দুইজনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদপ্রার্থী নগর যুবলীগের আহবায়ক ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পালাশ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ও নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেন। এছাড়া অন্য কারো নাম এখনো শোনা যায়নি। এমনকি কেউ কেন্দ্রে জীবন বৃত্তান্তও জমা দেয়নি।
অপর দিকে, খুলনা জেলা যুবলীগের সভাপতি পদে জীবন বৃত্তান্ত জমা দেন ছয়জন। এর হলেন অজিত বিশ্বাস, সরদার জাকির হোসেন, চৌধুরী রায়হান ফরিদ, জসিম উদ্দিন বাবু, হাদীউজ্জামান হাদী ও আরাফাত হোসেন পল্টু। এছাড়া সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দেন ১১ জন। এরা হলেন এবিএম কামরুজ্জামান, মোঃ হারুনার রশিদ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, দেব দুলাল বাড়ই বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন, জলিল তালুকদার, মোঃ পারভেজ হাওলাদার, মুশফিকুর রহমান সাগর, মোল্লা কামরুল ইসলাম, তসলিম হুসাইন তাজ ও মোঃ আবু সাঈদুজ্জামান।
এদিকে নগর ও জেলায় গেল বছর ২২ জানুয়ারি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন বৃত্তান্ত কেন্দ্রে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি। জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে চলছে নানাবিধ সমীকরণ। অনেক পোড় খাওয়া নেতারা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
খুলনা জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল বলেন, বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন করা হবে।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সম্মেলনের প্রস্তুতি চলছে। জাঁকজমকপূর্ণ ভাবে সম্মেলন সম্পূর্ণ হবে।
সাম্প্রতিক/বাংলা /ডট
আব্রাহাম তুহিন, প্রতিনিধি খুলনা 









