প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৩, ৮:৪৭ পি.এম
বকশীগঞ্জ উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আ'লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা আ'লীগের আয়োজনে নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুমের সঞ্চালনায়--উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দন,এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবার জাফু, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপজেলা আ'লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আ'লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইসমাই হোসেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক পনির আহম্মেদ প্রমুখ।
সাম্প্রতিক /বাংলা/এন
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.