সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ২ দিনের পুশুরা মেলা

উল্লাপাড়ায় গ্রামীণ ঐতিহ্যের পৌষ সংক্রান্তি পুশুরা মেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাখুয়ায় রবিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে গ্রামীণ ঐতিহ্যের পৌষ সংক্রান্তি পুশুরা মেলা শুরু হয়েছে। এবারে দুদিন এ মেলা হবে । সদর ইউনিয়নের বাখুয়ায় যুগ যুগ আগে থেকে পুশুরা মেলা হয়ে আসছে। মেলায় ঝুড়ি , জিলাপীসহ নানা পণ্যের দোকান বসেছে। নাগরদোলায় উঠতে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা ভিড় জমিয়ে থাকছে । এছাড়া লাঠিবাড়ী খেলার আয়োজন করা হয়েছে । মেলা থেকে ঝুড়ি ও খেলনা সামগ্রী কিনে বাড়ী ফেরাদের কথায় তারা দেখে আসছেন বহু বছর ধরে বাখুয়ায় পুশুরা মেলা হয়ে আসছে। একটু আনন্দ বিনোদনে আশেপাশের গ্রামগুলোর নানা বয়সের বসতিরা মেলায় আসছে।

 

সাম্প্রতিক /বাংলা/এন

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

উল্লাপাড়ায় ২ দিনের পুশুরা মেলা

প্রকাশের সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাখুয়ায় রবিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে গ্রামীণ ঐতিহ্যের পৌষ সংক্রান্তি পুশুরা মেলা শুরু হয়েছে। এবারে দুদিন এ মেলা হবে । সদর ইউনিয়নের বাখুয়ায় যুগ যুগ আগে থেকে পুশুরা মেলা হয়ে আসছে। মেলায় ঝুড়ি , জিলাপীসহ নানা পণ্যের দোকান বসেছে। নাগরদোলায় উঠতে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা ভিড় জমিয়ে থাকছে । এছাড়া লাঠিবাড়ী খেলার আয়োজন করা হয়েছে । মেলা থেকে ঝুড়ি ও খেলনা সামগ্রী কিনে বাড়ী ফেরাদের কথায় তারা দেখে আসছেন বহু বছর ধরে বাখুয়ায় পুশুরা মেলা হয়ে আসছে। একটু আনন্দ বিনোদনে আশেপাশের গ্রামগুলোর নানা বয়সের বসতিরা মেলায় আসছে।

 

সাম্প্রতিক /বাংলা/এন