
রাজবাড়ী বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৬ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহেল মিয়া, সম্পাদক কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক,সম্পাদক রফিকুজ্জামান লিটন, রিপোটার্স ক্লাবের সভাপতি সঞ্জিত দাস, সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মেহেদী হাসান সহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ্র।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। কাজের ক্ষেত্রে যদি কোন ভুল-ত্রুটি থাকে সে তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে সঠিকভাবে আমি দায়িত্ব পালন করতে পারবো।
সাম্প্রতিক /বাংলা/এন
প্রতিনিধি, রাজবাড়ী 









