প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৩, ৭:৩৮ পি.এম
পুলিশ উপ-পরিদর্শক ইমরান খানের বিদায় সংবর্ধনা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ উপপরিদর্শক মোহাম্মদ ইমরান খান কে বদলী জনিত কারণে সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৪টায় প্রেসক্লাবের আয়োজনে নির্বাহী সদস্য মো: নাসির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে স্মৃতিচারণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র। সিরাজদিখান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল খন্দকার,সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,সিনিয়ার সদস্য আরিফ হোসেন হারিছ, রোমান হাওলাদার শেখ সৈয়দ পাখি।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসওয়াই সাদ্দাম মোল্লা, এসআই মিঠুন কুমার দাস,এসআই ফখরুল হাসান ফারুক প্রমুখ। এসময় উপ-পরিদর্শক মোহাম্মদ ইমরান খানের সহধর্মীনি মৃুক্তা খানম তার স্বামীর সুস্থতা ও জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সকলের নিকট দোয়া কামণা করেন।
উল্লেখ্য মোহাম্মদ ইমরান খান ফরিদপুরের ভাংগা উপজেলার আব্দুলাবাদ গ্রামে জন্মগ্রহন করেন। সে গত ১৮ জানুয়ারী ২০২০ সালে সিরাজদিখান থানায় যোগদান করে ১৬ জানুয়ারী ২০২৩ সালে বদলী হন।মোহাম্মদ ইমরান খান সাহসিকতা সাথে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন।
সাম্প্রতিক /বাংলা /এন
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.