প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৩, ১১:২১ এ.এম
জাতীয় স্মৃতিসৌধের লেক থেকে পথশিশুর মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের ভেতরের একটি লেক থেকে নিরব নামে ( ৭ )বছরের এক পথশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে ও পুলিশ জানায়, শনিবার বিকেলের কোনো এক সময় নিরব নামের ওই শিশুটি স্মৃতিসৌধের লেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি শিশুটি ছিন্নমূল ছিল। এখন পর্যন্ত তার কোনো অভিভাবককে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক /বাংলা /এন
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.