
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারানোর পর এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি থেকে বাদ পড়লেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। নতুন সভাপতি হয়েছেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে। অপর দিকে এ কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।
রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে স্থায়ী কমিটি পূর্ণগঠনের সময় তাকে বাদ দেওয়া হয়।
অপরদিকে, মতিয়া চৌধুরীর স্থানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে।
খন্দকার মোশাররফ হোসেন ২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন। সেবার তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পান। পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রী পরিষদে জায়গা হারান।
এরই মধ্যে গত বছরের ৮ মার্চ অর্থ পাচার মামলায় তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন গ্রেপ্তার হন। এর একমাস পর এপ্রিলের শেষ দিকে তিনি সুইজারল্যান্ডে চলে যান। তার অনুপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় না।
গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হয়।সম্মেলনে তিনি অনুপস্থিত থাকেন। এর ধারাবাহিকতায় দলটির উপদেষ্টা পরিষদের সদস্যের পদ থেকেও তাকে বাদ দেওয়া হয়।
এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি গণমাধ্যমে।