
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে এ তথ্য জানান।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩২ দিনের মাথায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এরপর বুধবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন তিনি।
৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রথমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।