
বিশ্বের ৮৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭৩তম আসরের সেরার মুকুটটি জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল।
স্থানীয় সময় গতকাল শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিয়েন্সের একটি কনভেনশন হলে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
এবারের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে গ্যাব্রিয়েলের নাম ঘোষণা করা হলে তুমুল করতালিতে তাকে অভিবাদন জানান হলের দর্শক ও সহপ্রতিযোগীরা। এসময় তাকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গতবারের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু।
এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলার আমান্ডা ডুডামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিকের আন্দ্রিয়েনা মার্তিনেজ।
গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্যাব্রিয়েল বলেন, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবেন, যাতে তারা জীবনের পথ তৈরিতে স্বাবলম্বী হয়ে ওঠে।
বিভিন্ন দেশের জাতীয় পোশাক, সাঁতারের পোশাক ও ইভনিং গাউন পরে প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে প্রতিযোগিদের।
ভুটান প্রথমবারের মত এ প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝে প্রতিযোগিতায় বিরতি নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও কয়েকটি দেশ প্রতিনিধিত্ব করে।
টেলিভিশনের সঞ্চালক জেনি মাই জেনকিন্স এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের হোস্ট ছিলেন। তার সঙ্গে ছিলেন অলিভিয়া কুলপো, ২০১২ সারে যার মাথায় উঠেছিল মিস ইউনিভার্সের মুকুট।
অনলাইন ডেস্ক 









