প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৩, ৮:২২ পি.এম
ক্ষেতলালে হুইপের নির্দেশে বেজার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেজার আশ্রয়ণ প্রকল্প উন্নয়ন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমিপ'র নির্দেশক্রমে শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় প্রকল্প-২ এর দুইজন কর্মকর্তা পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার ঐতিহাসিক আছরাঙ্গা দীঘির পাশে অবস্থিত বেজার আশ্রয়ণ প্রকল্পে ৭০টি পরিবার বসবাস করেন। ওই সকল পরিবারের জীবন মান উন্নয়নের জন্য জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি'র নির্দেশক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় প্রকল্প-২ এর সহকারী প্রকৌশলী ইশতিয়াক নাসির ও মনিটরিং অফিসার গোলাম মবীন এই দুইজন কর্মকর্তা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন পাপন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, সাবেক ছাত্রনেতা এস.এম.তুহিন, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
সাম্প্রতিক /বাংলা
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.