প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৩, ৪:২৮ পি.এম
হরিপুরে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বজ্রমতলি মোড় বাজারে গোপন সংবাদে ভিত্তিতে সহকারী পুলিশ সুপার পীরগন্জ ও হরিপুর, অফিসার ইনচার্জ হরিপুর নির্দেশনায় রাত আনুমানিক ২ টার সময় কান্ধাল রাস্তা থেকে হরিপুর গামী রাস্তায় বজ্রমতলির বাগানে পাশে রাস্তা ক্রসিং এর সময় ( ঢাকা মেট্রো-১৪-৬৫৮৩) গাড়িতে ফেনসিডিল বহন করছে সন্দেহ হয়।এ-সময় এস আই আবু ঈসা ও এস আই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গাড়ির গতিরোধ করলে, মোঃ শামিম (৩১) পিতাঃ হাসির উদ্দিন সাং তিনুয়া দৌড়ে পলায়ন কালে পুলিশ তাকে ঝাপটে ধরে ফেলে। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন । আটকের পর তাকে থানায় নিয়ে আসে।
হরিপুর থানা এস আই আবু ঈসা তিনি জানান,আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকের একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোর্পদ করা হবে।
সাম্প্রতিক /বাংলা /এন
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.