
রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে জসিম হালদারের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি রুই মাছ । এরপর মাছটি মোট ২৬ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে দৌলতদিয়া পাটুরিয়া নদী পথের মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকায় রুই মাছটি ধরা পড়ে।
জসিম হালদার জানান, বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল সোহান মাছের আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি সরাসরি আমার কাছ থেকে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ২৬ হাজার টাকায় ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, মাছটি আমি ২৬ হাজার টাকায় কিনেছি। এখন বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা চলছে।
সাম্প্রতিক /বাংলা /এন
রাজবাড়ী প্রতিনিধি 









