সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন মন্ত্রীর ঢাকা সফরে যা থাকছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম, মানবাধিকার, গুম এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে আসলে তার সঙ্গে আলোচনা করা হবে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নয়াদিল্লী হয়ে দুইদিনের ঢাকা সফরে আসছেন মার্কিন মন্ত্রী ডোনাল্ড লু।

সূত্র জানায়, তার এই সফরে র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হবে। এর পাশাপাশি আলোচনার টেবিলে ইন্দো-প্যাসিফিক কৌশল, জিসোমিয়া ও আকসা আইন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের শাহীনবাগে নিরাপত্তা বিঘ্নিত ঘটনা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা জোরদার, রোহিঙ্গা সঙ্কট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্পর্কের অগ্রাধিকারমূলক ইস্যুতে বৈঠক করতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন। যেখানে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার বিশেষ গুরুত্ব পাবে। দুপক্ষের সম্পর্ক আরো নিবিড় করতে এবং অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়াতে বাংলাদেশ সফরে সহকারী মন্ত্রী ডোনাল্ড লু দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে শ্রম এবং মানবাধিকার ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি জানবেন মন্ত্রী ডোনাল্ড লু।

ঢাকার কূটনীতিকরা জানাচ্ছে, আসন্ন সফরে দুপক্ষই সম্পর্ককে এগিয়ে নিতে অগ্রাধিকার দিচ্ছে। ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে মন্ত্রী ডোনাল্ড লু’র।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন মন্ত্রী ডোনাল্ড লু।

এই সফরে বাণিজ্য খাতের জিএসপি সুবিধা পুনর্বহাল, বিনিয়োগ এবং রোহিঙ্গা সঙ্কটে গুরুত্ব দিবে ঢাকা।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

মার্কিন মন্ত্রীর ঢাকা সফরে যা থাকছে

প্রকাশের সময় : ০৮:৩৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম, মানবাধিকার, গুম এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে আসলে তার সঙ্গে আলোচনা করা হবে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নয়াদিল্লী হয়ে দুইদিনের ঢাকা সফরে আসছেন মার্কিন মন্ত্রী ডোনাল্ড লু।

সূত্র জানায়, তার এই সফরে র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হবে। এর পাশাপাশি আলোচনার টেবিলে ইন্দো-প্যাসিফিক কৌশল, জিসোমিয়া ও আকসা আইন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের শাহীনবাগে নিরাপত্তা বিঘ্নিত ঘটনা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা জোরদার, রোহিঙ্গা সঙ্কট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্পর্কের অগ্রাধিকারমূলক ইস্যুতে বৈঠক করতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন। যেখানে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকার বিশেষ গুরুত্ব পাবে। দুপক্ষের সম্পর্ক আরো নিবিড় করতে এবং অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়াতে বাংলাদেশ সফরে সহকারী মন্ত্রী ডোনাল্ড লু দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে শ্রম এবং মানবাধিকার ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি জানবেন মন্ত্রী ডোনাল্ড লু।

ঢাকার কূটনীতিকরা জানাচ্ছে, আসন্ন সফরে দুপক্ষই সম্পর্ককে এগিয়ে নিতে অগ্রাধিকার দিচ্ছে। ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে মন্ত্রী ডোনাল্ড লু’র।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন মন্ত্রী ডোনাল্ড লু।

এই সফরে বাণিজ্য খাতের জিএসপি সুবিধা পুনর্বহাল, বিনিয়োগ এবং রোহিঙ্গা সঙ্কটে গুরুত্ব দিবে ঢাকা।